ময়ূর-২ লঞ্চের সুপারভাইজারের জামিন নামঞ্জুর

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড নামের লঞ্চডুবির দুর্ঘটনায় দায়ের করা মামলায় ময়ূর-২ লঞ্চের  সুপারভাইজার আব্দুস সালামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন।

এদিন আব্দুস সালামের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সুলতান নাসের। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এতথ্য জানান।

এর আগে গত ৭ জুলাই ময়ূর-২ লঞ্চের সুপারভাইজারকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে সুপারভাইজার আব্দুস সালামকে কারাগারে পাঠানো হয়।  

প্রসঙ্গত, গত ২৯ জুন সকালে বুড়িগঙ্গা নদীতে ঢাকা-চাঁদপুর রুটের চলাচলকারী ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় একই দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে আসামি করা হয়।