কবিরের সঙ্গে দেখা করার জন্য দূতাবাস আবেদন করেছে

মালয়েশিয়ায় গ্রেফতার রায়হান কবির কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়ে গ্রেফতার হওয়া মো. রায়হান কবিরের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ান সরকারের কাছে আবেদন করেছে। এরমধ্যে কবিরের গ্রেফতারের বিষয়টি লিখিতভাবে দূতাবাসকে জানিয়েছে মালয়েশিয়ান সরকার।

সোমবার (২৭ জুলাই) এই বিষয়ে বাংলা ট্রিবিউনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দেখা করার (কনসুল্যার এক্সেস) জন্য ইতোমধ্যে আবেদন করেছি। কবিরের সঙ্গে কথা বলার পরে আমরা পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো।’

পরবর্তী কর্মপন্থা কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কবিরকে বাংলাদেশে ফেরত পাঠানো থেকে শুরু করে আইনি সহায়তার সব বিষয়গুলিই আমরা বিবেচনা করবো। তবে কী হবে সেটি কবিরের সঙ্গে কথা বলার পরে ঠিক করা হবে। তবে যেটাই করা হোক সেটি বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনা করে করা হবে।’

এ বিষয়ে তিনি বলেন, ‘কবিরের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককেও বিবেচনায় নিয়ে আমরা কর্মপন্থা নির্ধারণ করবো। মালয়েশিয়াতে ১০ লাখের বেশি বাংলাদেশে কর্মরত আছে এবং তাদের স্বার্থও আমরা বিবেচনায় নিয়ে কাজ করবো।’

প্রসঙ্গত, আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। সেখানে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া।