ক্রেস্ট সিকিউরিটিজ কোম্পানির পরিচালক রিমান্ডে

গ্রেফতার

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ক্রেস্ট সিকিউরিটিজ কোম্পানির পরিচালক অহিদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এদিন পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন তাকে। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, এর আগে একই মামলায় ক্রেস্ট সিকিউরিটিজ কোম্পানির চেয়ারম্যান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। তারা গ্রাহকদের প্রায় একশ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।