ঈদের দিনের বর্জ্য শতভাগ অপসারণের দাবি ডিএসসিসির

কোরবানির বর্জ্যঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সবক’টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারিত হয়েছে—এমনটাই দাবি করেছে ডিএসসিসি।

রবিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থার জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, ‘ঈদের দিনের বর্জ্য শতভাগ অপসারিত হয়েছে। আজ (রবিবার) ঈদের দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে।’

বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য (১ আগস্টের) শতভাগ অপসারিত হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৮ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। রবিবার কোরবানির পশুর যে বর্জ্য সৃষ্টি হবে তা আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ হবে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন বলেন, ‘আমাদের মেয়র যে ওয়াদা করেছেন, সে অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ ও স্থানান্তর করতে সক্ষম হয়েছি। আমরা প্রায় ৮ হাজার মেট্রিক টনের মতো বর্জ্য অপসারণ করেছি। মেয়র শহরের অধিবাসীদের কাছে ওয়াদা করেছেন সেটি পূরণ করতে সক্ষম হয়েছি। এছাড়া আজ ও আগামীকাল যে কোরবানি হবে, এগুলোর বর্জ্য আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করবো। পরিচ্ছন্নতাকর্মী ও পরিচ্ছন্নতা পরিদর্শক এবং কাউন্সিলরদের সহযোগিতায় এই বর্জ্য অপসারণে আমরা সক্ষম হয়েছি। ময়লা ফেলার জন্য আমাদের যে নির্ধারিত জায়গা, সেখানে আপনাদের ময়লা ফেলার জন্য অনুরোধ করছি।’