রাজধানীর কিছু এলাকায় গ্যাস বন্ধ

গ্যাসরাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস বন্ধ রাখা হয়েছে আজ। পাইপলাইন প্রতিস্থাপনের জন্য বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা তেজগাঁও, তেজকুনিপাড়া, নাখালপাড়াসহ আশেপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের অধীনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের দ্বিতীয় ফেজের দ্বিতীয় পর্যায়ের গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন এবং গ্রাহক সংযোগ প্রতিস্থাপন করা হবে। মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত এই কাজ হবে। এ কাজের জন্য তেজগাঁও রেলস্টেশনের আশেপাশের এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এসব এলাকার সব ধরনের গ্রাহক আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।