কানাডায় নতুন রাষ্ট্রদূত খলিলুর রহমান

খলিলুর রহমানপররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমানকে কানাডায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৯৮৫ ব্যাচের কর্মকর্তা খলিলুর রহমান দিল্লি ও জেনেভা মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া ছুটি নিয়ে তিনি দীর্ঘদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করা খলিলুর রহমান প্যারিস থেকে এমফিল করেছেন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথের ওপর পিএইচডি করেন।