বিএনপি নেতাসহ দুজনকে হত্যা: আসামির জামিন আবেদন খারিজ

সুপ্রিম কোর্ট

নীলফামারী জেলার পার্বতীপুরে বিএনপি নেতা মামুনুর রশীদ ও মিন তারিন সাথী নামে এক তরুণীকে হত্যা মামলার আসামি নূর মোস্তফা সুমন লাবুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আসামির জামিন আবেদনের শুনানি শেষে বুধবার (১৯ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আকতার রসুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

উল্লেখ্য, ২০১৭ সলের ২৯ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার জসিম বাজার দোলাপাড়া মহল্লার একটি ভাড়া বাড়িতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহর সংলগ্ন সরকারপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মামনুর রশিদ (৩৫) ও একই উপজেলা শহরের পোড়াভিটা গ্রামের মহেবুল ইসলামের মেয়ে সাথীকে (২৭) হত্যা করা হয়। তারা  দুই জন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাইবোন। এছাড়া মামনুর রশিদ পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তেল ব্যবসায়ী। আর সাথী ছিলেন রংপুরের একটি কলেজে অনার্সের শিক্ষার্থী।

পরে ওই হত্যাকাণ্ডের ঘটনায় মামুনের বড় ভাই আব্দুর রশীদ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় উপজেলার চৌমহনী এলাকা থেকে নূর মোস্তফা সুমন লাবুকে গ্রেফতার করা হয়।