দৌড়ের ছবি দৌড়বিদরা নিজেদের ফেসবুক প্রোফাইলে #JusticeforRatna এবং #WeDemandCycleLane হ্যাশট্যাগসহ পোস্ট করে রত্না হত্যার প্রতিবাদ এবং সড়কে পৃথক সাইকেল লেনের দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাস্টিস ফর রত্না ভার্চুয়াল রান’ শিরোনামে এই প্রতিবাদ দৌড় আয়োজনে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে সারা দেশের দৌড়বিদরা অনলাইনে নিজেদের নাম নিবন্ধন করে দৌড়ে অংশ নেন।’
তারা চন্দ্রিমা উদ্যান লেক রোডে পর্বতারোহী রত্নার দুর্ঘটনাস্থলে ফুল ছড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর রোড বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে জাতীয় জাদুঘর পর্যন্ত ১০ কিলোমিটার দৌড়ান।
প্রতিবাদী দৌড় শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদ, সাইক্লিস্ট, পর্বতারোহী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা জাতীয় জাদুঘরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে বক্তারা দেশের প্রচলিত আইন অনুসারে রত্না হত্যার সুষ্ঠু বিচার দাবি এবং সড়ক আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি দেশের সর্বত্র প্রধান সড়কগুলোতে পৃথক সাইকেল লেন বরাদ্দের দাবি জানান।