পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া গাড়িচালকের জামিন নামঞ্জুর

রেশমা নাহার রত্না

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে শেরেবাংলা নগর থানার দায়ের করা মামলায় মাইক্রোবাস চালক এস এম দারুস সালামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে রবিবার (৩০ আগস্ট) ঘটনার দায় স্বীকার করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী জবানবন্দি গ্রহণ শেষে সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি দারুস সালামের আইনজীবী ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

গত ২৭ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৬ আগস্ট রাজধানীর শাজাহানপুর থেকে চালক এস এম দারুস সালামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়। এই গাড়ির মালিকও তিনি।

একই মামলায় ১৯ আগস্ট আরেক গাড়িচালক মো. নাঈম নামের একজনকে গ্রেফতার করা হয়। এরপর দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ৭ আগস্ট সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে গাড়ি দিয়ে চাপা দেওয়া হয়। পুলিশ সংবাদ পেয়ে রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।