রাজস্ব আদায়ে ডিএনসিসির চিরুনি অভিযান

৪৪৪

রাজস্ব বাড়াতে চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানের দ্বিতীয় দিন বুধবার (২ সেপ্টেম্বর)  ৮৩৪টি হোল্ডিং পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ১১১টিতেই ইতোপূর্বে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়নি। এছাড়া ১৭০টি হোল্ডিং ইতোপূর্বে অ্যাসেসমেন্ট করা হলেও পরবর্তীতে এগুলো আরও সম্প্রসারণ করা হয়েছে। এ অবস্থায় ডিএনসিসি জানিয়েছে, এরআগে  যেসব হোল্ডিংয়ে ট্যাক্স অ্যাসেসমেন্ট করা হয়নি সেগুলোকে এর আওতায় আনা হবে।

বুধবার ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চিরুনি অভিযান চলাকালে মিরপুরে (অঞ্চল-২) ৫৩৬টি বাড়ি, স্থাপনা বা প্রতিষ্ঠান পরিদর্শন করে ১০৬টি হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট বিহীন ও ১১৬টি হোল্ডিং সম্প্রসারিত পাওয়া যায়। এছাড়া কাওরান বাজার অঞ্চলে (অঞ্চল-৫) ২৯৮টি হোল্ডিং পরিদর্শন করে ৫টিতে অ্যাসেসমেন্ট বিহীন এবং ৫৪টিতে সম্প্রসারিত পাওয়া যায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুরু হওয়া চিরুনি অভিযানে বুধবার পর্যন্ত ১৪৮২টি হোল্ডিং পরিদর্শন করা হয়। এর মধ্যে  ১২৩টি হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্টবিহীন এবং  ২৭৩টি ভবন সম্প্রসারিত পাওয়া যায়।

উল্লেখ্য, আর্থিক স্বনির্ভরতা অর্জন করে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে করের হার না বাড়িয়ে করের পরিধি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে ডিএনসিসি। এ লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী অঞ্চল-২ (মিরপুর) ও অঞ্চল-৫ (কাওরান বাজার) এ এই অভিযান শুরু হয়েছে। ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও পরবর্তীতেচিরুনি অভিযান পরিচালিত হবে।