‘অন্যের ধর্ম বিশ্বাসে আঘাত করা স্বাধীনতার আওতায় পড়ে না’

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীপার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফিজের প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডারী দরবার শরীফের প্রধান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, অন্যের ধর্ম বিশ্বাসে আঘাত ও ধর্ম প্রবর্তকের অবমাননা গণমাধ্যমের স্বাধীনতার আওতায় পড়ে না। ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যও শার্লি এবদোর ন্যায় হঠকারী, উদ্দেশ্যপ্রণোদিত, ধর্ম অবমাননা এবং মানবাধিকার লঙ্ঘন। বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদো পত্রিকায় আবারও বিকৃত কার্টুন প্রকাশে বিশ্বের শান্তিকামী মানুষ হতাশ ।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন এই কার্টুন প্রকাশকে নিন্দা না জানিয়ে বরং গণমাধ্যমের স্বাধীনতা বলে আখ্যা দিয়ে বিকৃত রুচির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মন্তব্য করেন তিনি। জাতিসংঘকে দেশে দেশে চলা ধর্ম ও ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া দাবিও জানান সৈয়দ সাইফুদ্দীন আহমদ ।