শারমিন জাহানবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ‘এন৯৫’ মাস্কের পরিবর্তে নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী প্রতিবেদনের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।
এর আগে গত ২৫ জুলাই আদালত শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৮ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় তাকে শাহবাগ এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন।
গত ২৩ জুলাই নকল মাস্ক সরবরাহের ঘটনায় রাতে বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। এ মামলায় এন৯৫ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়।
আরও পড়ুন:
নকল মাস্ক সরবরাহের ঘটনায় বঙ্গবন্ধু মেডিক্যালের মামলা