সার্জিক্যাল মার্কেটে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

সার্জিক্যাল মার্কেটে র‌্যাবের অভিযানঅনুমোদনহীন ও নকল পালস্ অক্সিমিটারসহ অন্যান্য মেডিক্যাল যন্ত্রপাতি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় রাজধানীর সার্জিক্যাল মার্কেটের ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ ও সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত প্রেসক্লাবের বিপরীত পাশে অবস্থিত ওই মার্কেটে অভিযান চালায় র‌্যাব-৩।সার্জিক্যাল মার্কেটে র‌্যাবের অভিযান

অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু উপস্থিত ছিলেন। তিনি বলেন, মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। তারা নকল ডিভাইস, মাস্কসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম বিক্রি করছিল। আমরা ক্রেতাদের কাছ থেকে প্রচুর অভিযোগ পেয়েছি। কিছু প্রতিষ্ঠানের লাইসেন্সও নেই। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেছে। যার ফলে ওই মার্কেটের ১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে সব মিলিয়ে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন- সার্জিক্যাল মার্কেটে র‌্যাবের অভিযান