সিলেট ও খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় শাস্তি দাবি আইন সালিশ কেন্দ্রের

আইন ও সালিশখাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের এক নারী এবং সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে এক নারী ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটির নির্বাহী কমিটির মহাসচিব মো. নূর খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সিলেট ও খাগড়াছড়িতে নারী ধর্ষণের ঘটনায় অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনানুগ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র।
এতে বলা হয়, খাগড়াছড়ির বলপিয়ে আদাম এলাকায় চাকমা সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের পাশাপাশি পাশবিক অত্যাচার চালানো হয়েছে। বাধা দিতে গেলে তার মাকেও মারধর করা হয়েছে। অন্যদিকে সিলেট নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আসক এ দুটি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ দু’টি ঘটনার জন্য দায়ীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। একইসাথে ভুক্তভোগী দুজনের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছে।