বাঁচতে চান শিক্ষার্থী আনিছ




হাসপাতালে চিকিৎসাধীন আনিছনোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের (অনার্স) প্রথম বর্ষের মেধাবী ছাত্র মো. আনিছের (২২) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বাবা আব্দুল মালেক নোয়াখালীর সদর উপজেলার কৃষ্ণরামপুরের দিন মজুর। আনিছ বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক আমির মোহাম্মদ কায়সারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার ডায়ালাইসিস চলছে।

চিকিৎসকরা বলেছেন, আনিছের দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। তার বড় ভাই একটি কিডনি দানে সম্মত হয়েছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা বাবদ দরকার প্রায় ১৬ লাখ টাকা। এ ব্যয় বহন করা আনিছের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তাকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে আনিছের পরিবার।

আগ্রহী যে কেউ আনিছকে সহযোগিতা করতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সুবর্ণচর শাখা হিসাব নম্বর- ১৩১৩১২১২৩৮৮৬৮৭৬ এবং বিকাশ পার্সোনাল নম্বরে (আনিছ) ০১৭৬১৬০১০১৯ অথবা ০১৮১২৫২৪৬৫৫ (আনিছের বড় ভাই) নম্বরের মাধ্যমে সাহায্যের অর্থ পাঠাতে পারেন।