নোটিশে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সংযুক্ত করে বলা হয়েছে, সংবাদ মাধ্যমের খবর অনুসারে খাগড়াছড়িতে গত এক মাসে চারটি ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সেখানে চেকপোস্ট থাকা সত্ত্বেও ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু প্রশ্ন হলো, সেখানকার নিরাপত্তা জোরদার থাকা সত্ত্বেও কেন বারবার এমন ঘটনা ঘটছে? এ কারণেই সেখানকার নিরাপত্তা জোরদার করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
তাই নোটিশে এসব ঘটনা কেন বারবার ঘটছে তা খতিয়ে দেখতে, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে জেলা প্রশাসকের গৃহীত পদক্ষেপ এবং কেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা সম্ভব হচ্ছে না, তা ১৫ দিনের মধ্যে ডিসিকে জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।