কাজে ফেরার আশায় (ফটোস্টোরি)

তাদের সবার প্রত্যাশা একটাই। সৌদি আরবের কর্মস্থলে দ্রুত ফিরে যেতে চান। তবে চাহিদার তুলনায় কম ফ্লাইট থাকায় অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। তার ওপর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি। প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়।

গত কয়েকদিন ধরেই রাজধানীর কাওরান বাজারে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিটের জন্য অপেক্ষা করছেন প্রবাসীরা। দ্রুত টিকিট না পাওয়ায় বিক্ষোভও করেছেন তারা। তবে ৩০ সেপ্টেম্বর অনেক সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া গত কয়েকদিনের মতো বুধবার টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল না।

আজও অনেকেই টোকেন পাবার আশায় সোনারগাঁও হোটেলে বাহিরে অপেক্ষা করছিলেন। রাস্তায় পুলিশের বাঁধা পেয়ে অনেকেই পাশে হাতিরঝিলে বসে অপেক্ষা করেছেন। এদিকে প্রবাসীদের দুপুরে খাবারের জন্য ভ্রাম্যমান খাবারের দোকানও বসেছে। সেখোনে দুমুঠো খেয়ে নিচ্ছেন প্রবাসীরা।সৌদি এয়ারলাইন্সের অফিসে প্রবেশের অপেক্ষায়

সৌদি এয়ারলাইন্সের অফিসে প্রবেশের অপেক্ষায় পরিশ্রান্ত প্রবাসীরা পথেই খেয়ে নিচ্ছেন টিকেটের জন্য অপেক্ষারত সৌদি প্রবাসীরা অপেক্ষারত একজন প্রবাসী

SAZZ5730

SAZZ5929 - CopySAZZ5950SAZZ5973SAZZ5936SAZZ5988 - CopySAZZ5788 - Copy