অবসরে গেলেন সুপ্রিম কোর্ট বারের সবার প্রিয় ‘নিমেশ দা’

অবসরে গেলেন সুপ্রিম কোর্ট বারের সবার প্রিয় ‘নিমেশ দা’দীর্ঘ ৪৪ বছরের চাকরি জীবনের ইতি টেনে অবসরে গেলেন সুপ্রিম কোর্ট বারের (আইনজীবী সমিতি) সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেশ চন্দ্র দাশ। সুপ্রিম কোর্ট বারের প্রায় শুরু থেকে দীর্ঘ এই চাকরি জীবনে আস্থার জায়গায় অবস্থান করায় সবাই তাকে ভালোবেসে ‘নিমেশ দা’ বলেই ডাকতেন।

তার শেষ কর্মদিবসে বুধবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে আয়োজন করা হয় এই সংবর্ধনার।

অনুষ্ঠানে নিমেশ চন্দ্র দাশ বলেন, ‘সমিতির চাকরিবিধি অনুযায়ী আমি দীর্ঘ ৪৪ বছর এই আইনজীবী সমিতিতে কাজ করেছি। এতদিনে সমিতির প্রতিটি ইট-কাঠের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এই সমিতিকে মনে করতাম আমার পরিবারের একটি অংশ। এই সমিতি আমার হৃদয়ে গেঁথে আছে। এ যাবৎ প্রায় ৩০ জন সভাপতি এবং ৩৫ জন সম্পাদকের সঙ্গে কাজ করেছি। এদের অনেকেই একাধিকবার দায়িত্ব পালন করেছেন। জীবনে সমিতি আমাকে অনেক কিছুই দিয়েছে। সম্মান করেছে, স্নেহ করেছে, ভালোবেসেছে। আমার বেতন দিয়ে ভাই-বোন, ছেলে-মেয়েকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। তাই দীর্ঘদিনের চাকরি জীবনে এই অঙ্গণের আলো-বাতাস এখন আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে।’

বক্তব্যের শেষে এ বিদায় সংবর্ধনার আয়োজনের জন্য তিনি সমিতির সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় নিমেশ চন্দ্র দাশকে ঘিরে স্মৃতি নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতারা। পরে বিদায় সংবর্ধনাকে ঘিরে বার নেতাদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।