করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ সহায়তা

নৌবাহিনী ত্রাণ সহায়তাকরোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খুলনার বিভিন্ন এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ দিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের তত্ত্বাবধানে বানৌজা তিতুমীর-এ হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে গরু, ছাগল, রিকশা ও ভ্যান বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নিয়মিতভাবে জীবিকা নির্বাহের উপকরণ দিয়ে আসছে নৌবাহিনী। ক্ষতিগ্রস্তরা ছাড়াও বৃহস্পতিবার অসহায় ও বিধবা নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিন দেওয়া হয়।

এর আগে বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য ও পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে নৌবাহিনী।

দেশের সংকটময় এই পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এসব কার্যক্রম অব্যাহত থাকবে।