করোনা আক্রান্ত হয়ে বিএসএমএমইউর চিকিৎসকের মৃত্যু

ডা. মুহাম্মদ হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহম্মদ হোসেন।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১১ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হওয়ার পর ২০ সেপ্টেম্বর থেকে তিনি আইসিইউতে ছিলেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

করোনায় তাদের দুজন চিকিৎসক মারা গেলেন জানিয়ে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, এর আগে গত ১২ জুন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান মারা যান।

চেম্বারের সামনে ঝুলানো নোটিশ ডা. মুহাম্মদ হোসেন মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিকিৎসকরা তার চেম্বারের সামনে লেখা ‘সকলকে জানানো যাচ্ছে যে মাস্ক পরে ভিতরে প্রবেশ করুন। কর্তৃপক্ষ’—এই ছবি দিয়ে লিখেছেন আপনারা আর কত মাস্ক ছাড়া ঘুরে বেড়াবেন?

এদিকে বিএমএ জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ৮৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে আর সাত জন চিকিৎসক মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।