নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি

এইচআরএসএসনোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে শ্লীলতাহানির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বিবৃতিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও বিবস্ত্র করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। এ সময় বহুবার পায়ে ধরে বাবা ডাকলেও নৃশংস নির্যাতন থেকে রক্ষা পায়নি এই নারী।

দেশে প্রবাহমান বিচারহীনতার সংস্কৃতির কারণে, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্যাতনের শিকার গৃহবধূর চিকিৎসা, নিরাপত্তা এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি। এছাড়াও নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর মামলা হওয়ায় বিস্ময় প্রকাশ করছি। নাগরিক নিরাপত্তার এমন অবনতি, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে মনে করছে এইচআরএসএস। ক্রমবর্ধমান নারী নির্যাতন বিশেষ করে ধর্ষণের ঘটনা রোধে বিগত সব নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচার নিষ্পত্তি প্রয়োজন বলে মনে করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।