বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে সামশুল আলম নামে কোনও ব্যক্তি এই প্রতিষ্ঠানে কর্মরত নন এবং কখনোই ছিলেন না। চিঠিতে স্বাক্ষরিত ভুয়া পরিচয় দেওয়া ব্যক্তিটির সঙ্গে বাংলা ট্রিবিউনের কোনও সম্পর্ক নেই।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ পরিবার পরিকল্পনা অধিদফতরসহ সরকারের স্বাস্থ্য খাতের বিভিন্ন দফতরে সিন্ডিকেটের মাধ্যমে উচ্চমূল্যে কাজ হাতিয়ে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে জেএমআই গ্রুপ নকল এন-৯৫ মাস্ক সরবরাহের মাধ্যমে কীভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সে বিষয়টিও দৃষ্টিগোচর হয়েছে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের করা মামলা চলমান। দেশের সুনাম নষ্টকারী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।
চিঠির অনুলিপি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও দুর্নীতি দমন কমিশন সচিবের একান্ত সচিবকে পাঠানো হয়েছে।