ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনারাজধানীর ডেমরা কোনাপাড়া ধামরি পাড়ার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন বাবা আনিস উদ্দিন ভূঁইয়া বাবু (৫৪), ছেলে সাদমান রাহিম ভূঁইয়া (২২)।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বড় ভাই নাজিম উদ্দিন জানান, বাবা ও তার দুই ছেলে মোটরসাইকেল মেরামত শেষে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। ঘটনাস্থলে প্রাণ হারায় ছেলে সাদমান।

মুমূর্ষ অবস্থায় আনিস উদ্দিন ভূঁইয়াকে রাত সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আনিস উদ্দিনের ভাতিজা মুনসুর জানায়, ‘চাচা আনিস মটর সাইকেলের পিছনে বসা ছিল এবং সাদমানকে আসতে চালানোর কথা বলছিল। গতির কারণে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পিছনের বাইকে আমি ও আনিস উদ্দিনের ছোট ছেলে ফাহিম আমার পিছে বসা ছিল। তবে আমাদের কোনও কিছুই হয়নি।’

তিনি আরও জানান, সাদমান একটি প্রাইভেট মেডিকেলে এমবিবিএসে ভর্তির জন্য ফরম তুলেছে। চাচা ব্যবসায়ী।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মৃত আনিস উদ্দিন ভূঁইয়া বাবু মাতুয়াইল মধ্যপাড়া স্থায়ী বাসিন্দা মৃত সামসু উদ্দিন ভূঁইয়ার ছেলে।