বাবা-মার কাছে ফিরতে চায় সাদিয়া

সাদিয়া আক্তারহারিয়ে যাওয়া শিশু সাদিয়া আক্তারের বাবা-মায়ের সন্ধান প্রয়োজন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার বয়স ১৩ বছর, গায়ের রং ফর্সা ও উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের জামা ও নীল ওড়না।

শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টায় ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার মেইন গেইটের সামনে একটি মেয়েকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন এক নারী। নাম সাদিয়া বলতে পারলেও ঠিকানা বলতে না পারায় তাকে থানায় নিয়ে আসে তিনি। থানা পুলিশ সাদিয়াকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার বাবার নাম মাসুদ, মায়ের নাম ফাতেমা এবং গ্রামের বাড়ি ময়মনসিংহ। সব শুনে ভাটারা থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠায়। ভাটারা থানায় এ সংক্রান্তে  একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাদিয়ার কোনও স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানা থাকলে তেজগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ডিউটি অফিসারের ফোন নম্বর: ০১৭৪৫-৭৭৪৪৮৭, ০২৯১১০৮৫।