ইলিশ ধরায় ১২৬ জনের জেল

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞানিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ শিকার করায় দেশের ৩৬ জেলায় একযোগে অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। এসময় ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করে ১২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও মাছ উদ্ধার, জাল ধ্বংস ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) নৌ পুলিশের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নৌ-পুলিশ ৩৬ জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়েছে। এসময় এক কোটি ১২ লাখ ৬৯ হাজার ৩৩০ মিটার জাল, এক হাজার ১৮৮ কেজি মা ইলিশ, ১২৫টি নৌকা,  চারটি ট্রলার, ৫০০ কেজি বরফ, ২৮১ জন আসামিকে আটক করে। মৎস্য আইনে ১৪টি  মামলা করা হয় এবং ১২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।