তেজগাঁওয়ের টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

টায়ার কারাখানায় আগুনপ্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার পর তেজগাঁওয়ের টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণের আগে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করেছে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, 'ভোর ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি করবো। তদন্ত কমিটিই জানাবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আগুনের গতিবেগ আর বাড়ার সুযোগ নেই।'

টায়ার কারাখানায় আগুনএর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৩টা ১০ মিনিটে আমরা আগুনের বিষয়ে খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে পৌঁছায়। পরে আরও সাতটি ইউনিট যোগ হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনও ধারণা করা যাচ্ছে না।’
টায়ার কারাখানায় আগুনস্থানীয়রা ধারণা করছেন বয়লার বিস্ফোরণে মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

আরও পড়ুন...
তেজগাঁওয়ে টায়ার কারখানায় ভয়াবহ আগুন