রিভিউ আবেদন করবেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কায়সার

সৈয়দ মোহাম্মদ কায়সারএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছেছে । বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মৃত্যুপরোয়ানা কারাগারে পাঠানো হয়। বিষয়টি অবহিত হওয়ার পর সৈয়দ মোহাম্মদ কায়সার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করার কথা জানান কারা কর্তৃপক্ষকে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কাওসারের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছেছে। পরে সেটা তাকে পড়ে শুনানো হয়। এ সময় তিনি জানিয়েছেন, আপিলের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করবেন।

গত ১৪ জানুয়ারি (২০২০) একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড সাজা বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত কায়সারকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। পরে ২০১৫ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি খালাস চেয়ে আপিল করেন।

গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের ১৩টি ও ধর্ষণের দুটিসহ মোট ১৬টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। এর মধ্যে ১৪টি ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত হয়েছে। ৩, ৫, ৬, ৮, ১০, ১২ ও ১৬ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ইতিহারে ধর্ষণে সহযোগিতার কারণে মৃতুদণ্ডের নজির এটি প্রথম।

আরও পড়ুন- 

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কায়সারের মৃত্যু পরোয়ানা জারি 

মানবতাবিরোধী অপরাধ: কায়সারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল

একাত্তরে ধর্ষণে সহায়তায় অভিযোগে সাজার এটাই প্রথম নজির