তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় ডিইউজের দোয়া

বিশেষ দোয়া করা হয় তথ্যমন্ত্রীর জন্যতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের রোগমুক্তি কামনা করে দোয়ার আয়োজন করেছিল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনের নির্বাহী পরিষদের সভায় তার রোগমুক্তি কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ।

কুদ্দুস আফ্রাদ বলেন, করোনার অজুহাতে লাভজনক বেশ কিছু গণমাধ্যম সাংবাদিক ছাঁটাইয়ের মতো ন্যক্কারজনক অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন অজুহাতে ইতোমধ্যে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। স্বাধীন গণমাধ্যমের জন্য এই অবস্থা হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোনও অবস্থাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। প্রয়োজনে এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে ডিইউজে। সংবাদপত্রের অস্তিত্ব রক্ষার স্বার্থে এ ধরনের অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ আন্দোলন আহ্বান করছি।

সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, করপোরেট সংস্কৃতির নামে বিদ্যমান সুযোগ-সুবিধা ও অধিকার ছেঁটে ফেলা হচ্ছে। যা অপসংস্কৃতির নামান্তর। কোনও কোনও প্রতিষ্ঠান বেতন-ভাতা দীর্ঘদিন বকেয়া রেখে অথবা কাটছাঁট করে সাংবাদিকদের মানবেতর জীবনযাপনে বাধ্য করছে। এমন অমানবিক পরিস্থিতিতে তথ্য মন্ত্রণালয়কে উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক দুলাল খান, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল প্রমুখ।