বৃষ্টি ভেজা সপ্তমী (ফটো স্টোরি)




ঢাকেশ্বরী মন্দিরে বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের ভিড়সাগরে লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টির কবলে রাজধানীবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তুমুল বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে গেলেও দেবী দুর্গা যেহেতু থাকবেন মাত্র চার দিন, তাই ভক্তরা ভিড় জমান মণ্ডপে মণ্ডপে।

পুরান ঢাকার রমাকান্ত নন্দী লেন এলাকায় দুর্গা পূজাতবে যতটা ভিড় হওয়ার কথা তারচেয়ে কম ছিল উপস্থিতি। অবশ্য উৎসবের আমেজ ছিল ষোলআনা।

বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের ভিড়রাজধানীর প্রধান উৎসবের জায়গা ঢাকেশ্বরী মণ্ডপ করোনাকালে সাধারণ সমাবেশ কমিয়ে এনেছে। তাই ভিড় সেখানে তুলনামূলক কম।

তবে কারওয়ানবাজার ও মোহাম্মদপুরের মণ্ডপগুলোতে দেখা যায় আরতির সময় ছাড়াও মানুষজন আসছেন, অনেকটা সময় সেখানে কাটাচ্ছেন তারা।

মোহাম্মদুপুর বাঁশবাড়ি এলাকায় ঠাকুর দেখতে ভক্তদের ভিড়বিকালের দিকে অবশ্য ভিড় বাড়ে। প্রতিটি মণ্ডপেই ছিল গান, নাচ ও অঙ্কন প্রতিযোগিতার মতো নানা আয়োজন।

ঠাকুরের সামনে অনেকেই ব্যস্ত ছিলেন সেলফি ধারণে

মন্দিরে শিশু-কিশোরদের জন্য ছিল অঙ্কন ও নাচ-গানের প্রতিযোগিতা

বনানী পূজা মণ্ডপ