পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

লাশ

রাজধানীর পল্লবীতে  দুর্বৃত্তের  ছুরিকাঘাতে  রিপন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পল্লবীর ১১  নম্বর সেকশনের বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির  এএসআই আব্দুল খান।

আব্দুল খান জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ নিয়ে আসলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  আত্মীয়-স্বজন না আসায় তৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।