বরগুনায় হামলার পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-আ.লীগ মেয়র প্রার্থীর

বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে হামলার অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবিএম গোলাম কবির। রবিবার পুলিশের কাছে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তারা। 

হুমায়ুন কবিরের অভিযোগ তার বাড়িতে গোলাম কবিরের সমর্থকরা হামলা, ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটিয়েছে। একই সঙ্গে নৌকা প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের দায়ে হুমায়ুন কবিরের সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবির। হামলায় তার তিনজন সদস্য আহত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

 

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হুমায়ুন কবির বলেন, রবিবার রাত সাড়ে ১২টার দিকে তিনিসহ পরিবারের সদস্যরা শহরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত বাড়িতে কয়েকজন কর্মীর সঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ করে ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতা-কর্মী আমার বাড়িতে হামলা চালায়। দরজা খোলা থাকায় হামলাকারীরা ঘরে ঢুকে হাতে থাকা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।  প্রায় ঘণ্টাব্যাপী চলা এ হামলায় পাশের আরও দুটি ঘর, একটি ব্যবসা প্রতিষ্ঠান, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এ সময় দুটি মোটরসাইকেল, স্বর্ণালঙ্কারসহ কিছু মূল্যবান জিনিসপত্রও লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন হুমায়ুন।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী  গোলাম কবির বলেন, আমি একটি এলাকায় পথসভায় করারর সময় হঠাৎ শুনতে পাই আমার নেতা-কর্মীদের ওপরে বিএনপির প্রার্থীর কর্মীরা হামলা করে । হামলাকারীরা আমার নির্বাচনি ক্যাম্প এবং বাজারের একটি ডেকরেটরের দোকানেও হামলা চালায়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, খবর শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

/এআর/টিএন/