কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ইরফান সেলিম

ইরফান সেলিমঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে তার দেহরক্ষীসহ কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, করোনার শুরু থেকেই আমরা নতুন আসা বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখি। ইরফান সেলিম ও জাহিদুল ইসলামকেও দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে। কোনও উপসর্গ পেলে করোনা টেস্ট করা হবে।
রবিবার ২৫ অক্টোবর রাতে ঢাকার কলাবাগান এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলার পর সোমবার দিনভর হাজী সেলিমের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ইরফানের ঘরে ৩৮ থেকে ৪০টি অবৈধ ওয়াকিটকি, বিশেষ বাহিনীর ব্যবহার করা অত্যাধুনিক ব্রিফকেস, অস্ত্র ও মদ পাওয়া যায়।
পাশের একটি বাড়িতেও ধারালো অস্ত্র, হকিস্টিক ও রশি পাওয়া যায়। এটি ইরফানের টর্চার সেল বলে দাবি করেছে র‌্যাব।