কাউন্সিলর ইরফানের কারাদণ্ডের বিষয়ে মন্ত্রণালয়কে জানিয়েছে ডিএসসিসি

ইরফান সেলিম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের কারাদণ্ডের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করেছে ডিএসসিসি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামানের সই করা এক চিঠিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিষয়টি অবহিত করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয়ে বিভিন্ন ইলেক্ট্রনিক/ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায় যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে র‌্যাবের ভ্রাম্যামাণ আদালত কর্তৃক এক বছরের জন্য কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

‘বর্ণিত অবস্থায় মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।’