মোহাম্মদপুরে ভাঙারি দোকানে বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ৭

বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ভাঙা মসজিদ এলাকায় একটি ভাঙারি দোকানে পুরনো পারফিউমের বোতলসহ মালামাল প্রেসার মেশিনে চাপ দিয়ে রোল করার সময় বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় ওই দোকানের মালিকসহ সাত জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন, ভাঙারি দোকানের মালিক আব্দুল আলিম (৫০), দোকানের কর্মচারী মোহাম্মদ ফারুক (৩৭), সাইদুল ইসলাম (৩২), আমির উদ্দিন (৪৫)। একই ঘটনায় পাশের দোকানের কর্মচারী মো. রাসেল (২৬), সুরুজ মোল্লা (২৫) ও মোহাম্মদ কাইয়ুম (৪০) আগুনে দগ্ধ হন।

দগ্ধ দোকান মালিক আব্দুল আলিমের বোনের স্বামী আবুল কাশেম জানান, দোকানে পুরনো মালামাল প্রেসার মেশিনে চাপ দিয়ে রোল করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে এ দোকানের আব্দুল আলিমসহ চার জন দগ্ধ হন। এ সময় আগুন ছড়িয়ে পড়লে পাশের দোকানের তিন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে মঙ্গলবার বিকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া জানান, সাত জনেরই মুখমণ্ডল, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। এদের মধ্যে আব্দুল আলিমের শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।