লালমনিরহাটে গণপিটুনিতে হত্যার ঘটনা তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি

জাতীয় মানবাধিকার কমিশনলালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) জনাব আল-মাহমুদ ফায়জুল কবীরের (জেলা ও দায়রা জজ) নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে লালমনিরহাটে ধর্ম অবমাননার নামে এক ব্যক্তিকে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাটি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিতে আসে। কমিশন মনে করে ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মকে অবমাননা করার অধিকার যেমন কারও নেই; তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করার অধিকারও কাউকে দেওয়া হয়নি। নিহত ব্যক্তিটি ভারসাম্যহীন ছিলেন কিনা এবং প্রকৃত পক্ষে তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য কিনা তা খতিয়ে দেখে আইনের আওতায় বিষয়টি সমাধান করা সমীচীন ছিল বলে মনে করে কমিশন। একটি সভ্য সমাজে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি এবং আগুনে পুড়িয়ে দিয়ে বর্বর হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন, যা কখনোই গ্রহণযোগ্য নয়।’