আত্মহত্যা করা ছাত্রলীগ কর্মীর ঋণ পরিশোধ করলো টিপিবি

মামুনের বাবা-মায়ের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছেহতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করা ছাত্রলীগ কর্মী মামুনের ঋণের এক লাখ টাকা পরিশোধ করে দিয়েছে ‘টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)’ নামে একটি সেবামূলক সংগঠন৷ শুক্রবার (৩০ অক্টোবর) নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে মামুনের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়৷

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷ 

গোলাম রাব্বানী জানান, টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে মামুনের পরিবারের ঋণের এক লাখ টাকা ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে মামুনের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। আর অনতিবিলম্বে মামুনের মায়ের ইচ্ছে অনুযায়ী, টিপিবির পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনার আরেকটি উপহার, বাছুরসহ একটি দুধ দেওয়া গাভী উপহার দেওয়া হবে। এছাড়া যেকোনও নৈতিক ও যৌক্তিক প্রয়োজনে মামুনের পরিবারের পাশে থাকবে টিম পজিটিভ বাংলাদেশ।