মাদকের মামলায় চার জনের কারাদণ্ড

আদালত

এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় চার জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাভোগের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— মো. হাসান আলী, জসীমউদ্দীন, সালাউদ্দিন ও মিজানুর রহমান।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

২০১৮ সালের ১৫  মার্চ এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ১৪  নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে এই রায় ঘোষণা করেন আদালত।