কাওরান বাজারে অভিযান: মাস্ক না পরায় ৭ মামলা

মাস্ক পরা নিশ্চিত করতে ডিএনসিসি’র অভিযানমাস্ক ব্যবহার না করায় রাজধানীর কাওরান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে সাতটি মামলায় এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।মাস্ক পরা নিশ্চিত করতে ডিএনসিসি’র অভিযান

ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে পথচারী, ফুটপাত ও কাওরান বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয়। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মাঝে ৬০টি মাস্ক বিতরণ করা হয়।