বিডিজেএ-এর সভাপতি আমীন, সাধারণ সম্পাদক মাহবুব সৈকত

received_434066970951972বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর দ্বিতীয় মেয়াদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হলো।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই), রিশান নাসরুল্লাহ (বাংলাভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) সানবির রুপল (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) রাজু হামিদ (নাগরিক টিভি), সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল (এশিয়ান টিভি), দফতর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক লাইজুল ইসলাম (আমাদের সময় ডট কম), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নাদিরা জাহান (চ্যানেল ২৪), প্রযুক্তি ও কল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা টাইমস)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এম এম বাদশা (বাংলা টিভি), শফিকুল ইসলাম শামীম (এটিএন বাংলা), মেহেদী সিকদার (আনন্দ টিভি) ও মিজানুর রহমান মিন্টু (সময় টিভি)।

কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বিডিজেএ-এর উপদেষ্টা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। তাকে সহায়তা করেন বিডিজেএ-এর উপদেষ্টা, বাংলাভিশনের বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল ও সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক মানিক লাল ঘোষ।