কুষ্টিয়া জেলা পুলিশে ডোপ টেস্টে পজিটিভ ১০, বরখাস্ত ৮

পুলিশডোপ টেস্টে পজিটিভ আসায় কুষ্টিয়ার জেলা পুলিশের আট পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর আরাফাত জানান, দেশব্যাপী পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হচ্ছে। এর ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা পুলিশের ড্রপ টেস্ট করা হয়। আমার জেলায় ১০ জন পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যে আটজনকে বরখাস্ত করা হয়েছে। বাকি দুই জনের বরখাস্তের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া জেলার এই পুলিশ সুপার বলেন, ওই আট পুলিশ সদস্যের দুজন উপ-পরিদর্শক, দুজন সহকারী উপ-পরিদর্শক ও বাকিরা কনস্টেবল।
এর আগে রবিবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের ডোপ টেস্টে পজিটিভ এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণ হওয়ায় ১০ সদস্য চাকরি হারিয়েছেন। সাময়িক বরখাস্ত হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে ডোপ টেস্টে পজিটিভ এসেছিল ৬৮ জন পুলিশ সদস্যের। একযোগে এত সংখ্যক পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়ার ঘটনা সেবারই প্রথম ছিল। অভিযুক্ত ৬৮ জনের মধ্যে ৫০ জনই কনস্টেবল, নায়েক পাঁচ জন, সহকারী উপ-পরিদর্শক পাঁচ জন, সার্জেন্ট একজন এবং উপ-পরিদর্শক সাত জন।
জানা যায়, পুলিশেরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মাদকসেবন ও কেনাবেচার ব্যাপারে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়মিত ডোপ টেস্ট করা হচ্ছে।