মাস্ক না পরায় ১৭ মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

মাস্ক

মাস্ক না পরে বের হওয়ায় রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ১৭টি মামলায় ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, পারসিয়া সুলতানা প্রিয়াংকা ও মো. রিফাত ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। করোনাভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় ডিএনসিসি। সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিযানে পথচারী, ফুটপাত ও বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয়। পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক না পরার অপরাধে ১৭টি মামলায় ১২ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।