স্বাস্থ্যসেবা বিভাগে করোনা আক্রান্তদের সহযোগিতায় কুইক রেসপন্স টিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্যসেবা বিভাগে করোনা আক্রান্ত  কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় পুনরায় কুইক রেসপন্স টিমের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৭ জুন এ টিম গঠিত হলেও সঠিকভাবে কার্যকর  না হওয়ায় পুনরায় কুইক রেসপন্স টিমের বিষয়টি নজরে আনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর )  স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার সই করা চিঠিতে টিমের কথা পুনরায় উল্লেখ করে সার্কুলার দেয় স্বাস্থ্য বিভাগ।

জিল্লুর রহমান চৌধুরী ( যুগ্মসচিব-প্রশাসন) কে টিম লিডার করে ৯ সদস্যের এ টিমে আরও রয়েছেন— প্রশাসন-২ শাখার উপসচিব মো. আব্দুছ সালাম, উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান, সিনিয়র সহকারী সচিব (প্রবা-২) এস এম জাহাঙ্গীর হোসনে, প্রশাসনকি র্কমর্কতা (পার-১) মো. রিয়াজুল ইসলাম ভূঁইয়া, প্রশাসনকি র্কমর্কতা (জনসাস্থ্য-২) মো. কামরুজ্জামান সোহাগ, ব্যক্তিগত কর্মকর্তা (স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) মো. তোফায়েল আহমেদ,  মো. আল-আমিন ( অফিস সহকারী কম কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক) এবং অফিস সহায়ক (প্রশাসন-১) মো. রুহুল আমিন।

টিমের কার্যপরিধিতে বলা হয়েছে— স্বাস্থ্যসেবা বিভাগের কোনও কর্মকর্তা, কর্মচারী করোনায় আক্রান্ত হলে এই টিম তার এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগসহ খাবার, ওষুধ এবং অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা করবে।