বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া
পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণসহ নির্বাচন পরবর্তী নিজেদের অবস্থান স্থির করতে দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার,  ড. আবদুল মঈন খান,  আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, কামাল ইবনে ইউসুফ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, জয়নাল আবেদীন, আবদুল কাইয়ুম উপস্থিত রয়েছেন।
এছাড়া, দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত রয়েছেন।
এরপর ২০ দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
দেশে ২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ হয়েছে। এখন চলছে ভোটগণনা। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ওপর হামলা-গ্রেফতারের অভিযোগ তুলেছে বিএনপি। এ বিষয়ে ইসির ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি।

/সিএ/এমএনএইচ/