নওগাঁয় ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাঙচুর

নওগাঁয় পৌর নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তাকেও লাঞ্ছিত করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, নওগাঁ সদর পৌরসভার ৪০টি কেন্দ্রের মধ্যে ৩৯টি কেন্দ্রের ফল ঘোষণার পর মেয়র পদে বিএনপি প্রার্থী নাজমুল হক সনি এগিয়ে থাকায় বিক্ষুব্ধ হয় আওয়ামী লীগের প্রার্থী সিজার আহমেদ শিসান এর সমর্থকরা। এসময় সনি প্রায় ১২শ’ ভোটে এগিয়ে থাকায় কিছু দুর্বৃত্ত হঠাৎ করেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাঙচুর শুরু করে। এসময় তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে এবং রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলামকে লাঞ্ছিত করে।

এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্টরা অবরুদ্ধ হয়ে পড়েন।

রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

/টিএন/