নতুন তফসিল ঘোষণার দাবি ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশঅনুষ্ঠিত পৌর নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে এই দাবি করা হবে বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে বুধবার এক বিবৃতি এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নির্বাচনের নামে সরকার জাতির সঙ্গে আবারও তামাশা করেছে। জাতি আবারও প্রত্যক্ষ করলো এক আজব নির্বাচনের। এবার জাতি আশা করেছিল সরকার একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে জাতিকে অচলাবস্থা থেকে বের করে আনবে। কিন্তু যা ঘটলো তাতে রাজনৈতিক সহিংসতা বাড়বে, ছাড়া কমবে না। জাতি অবাক বিস্ময়ে দেখেছে যে,ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভোট ডাকাতি, জালিয়াতি, কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে।
রেজাউল করীম বলেন,চট্টগ্রামের মীরসরাইয়ে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মির্জা আরিফ মঈনুদ্দিন নিজেই ভোট দিতে পারেননি। সরকার নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়ে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ ও দলীয় কমিশনে পরিণত করেছে। এতে করে আবারও প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ ও পুতুল হিসেবে পরিচয় দেওয়ায় অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি করছি।
এদিকে নির্বাচন কমিশনে দলটির প্রতিনিধি সাক্ষাৎ করে অভিযোগ দাখিল করেছে। ইসিতে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপ সচিব ড. শামসুল আলমের সঙ্গে সাক্ষাত করে অভিযোগ দাখিল করেছেন এবং নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।

/সিএ/এসএম/