১ জানুয়ারি বই উৎসব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ জানুয়ারি, শুক্রবার ২০১৬ সকাল ১০ টায় পাঠ্যবই বিতরণ উৎসব পালন করবে।
রাজধানীর মিরপুর-২, ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণের এই উৎসব পালিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি প্রাথমিক ও ইবতেদায়ীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করবেন।
এতে আরও উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন এমপি এবং সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এমপি, আ খ ম জাহাঙ্গীর হোসেন এমপি, মোঃ নজরুল ইসলাম বাবু এমপি, আলী আজম এমপি ও বেগম উম্মে রাজিয়া কাজল এমপি। এছাড়া সংসদ সদস্য মোঃ আসলামুল হক এমপি ও কামাল আহম্মেদ মজুমদার এমপিও উপস্থিত থাকবেন বলে মন্ত্রনালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়।
এ বছর সারা দেশে মোট দুই কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর মধ্যে ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭ টি বই বিতরণ করা হবে। এছাড়া ৩২ লাখ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের হাতে তিন কোটি ২৮ লাখ আট হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা বিতরণ করা হবে। সূত্র: বাসস।

/এফএস/