ছবিতে সাকরাইন উৎসব

পৌষ মাসকে বিদায় দিতেই আয়োজন করা হয় পৌষ সংক্রান্তি। সংক্রান্তি থেকে উৎপত্তি হয়েছে সাকরাইনের। তাই এ সময় সাকরাইন উৎসব পালন করে পুরান ঢাকার লাখ লাখ মানুষ। উৎসবে সকালের ভাগে ছিল পিঠা-পুলিসহ নানা রকমের মিষ্টি খাবারের আয়োজন। দুপুর থেকে শুরু হয় ঘুড়ি উৎসব। আর সূর্য ডোবার আগ থেকে শুরু হয় আলোকসজ্জা, আতশবাজি আর গানবাজনা।

বৃহস্পতিবার সন্ধ্যা ঘনিয়ে এলে পুরান ঢাকার আকাশ জেগে ওঠে হরেক রঙের আলোকচ্ছটায়। উড়তে থাকে ফানুস, সঙ্গে বাজে লাউড স্পিকারে গান। গানের তালে তালে জ্বলে লেজার লাইট। দিনের ঘুড়ি উৎসব শেষে অন্যরকম মাত্রায় চলে সাকরাইন উদযাপন। পৌষকে বিদায় দেওয়ার এই মাহেন্দ্রক্ষণে শামিল হন পুরান ঢাকার মানুষেরা। ছবিতে সাকরাইন উদযাপন তুলে ধরেছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটোজার্নালিস্ট নাসিরুল ইসলাম।

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ

সাকরাইন উৎসবে পুরান ঢাকার বর্ণিল আকাশ