৫ জেলায় অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবেদন হাইকোর্টে

২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ঢাকাসহ পার্শ্ববর্তী ৫ জেলায় অভিযান চালিয়ে ৫৯টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। একইসঙ্গে দুইটি টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানা বন্ধ করা হয় বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (১৮ জানুয়ারি) সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ছাড়া অন্য ৪ জেলা হলো—গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ। এসব জেলায় বায়ুদূষণ রোধে যানবাহনের ক্ষতিকর ধোঁয়া, রাস্তার পাশে অপরিকল্পিত নির্মাণ সামগ্রী রাখা, অবৈধ ইটভাটা, টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে ৩০টি অভিযান চালিয়ে মোট ১৮৯টি মামলা করা হয়। এছাড়া প্রায় দুই কোটি টাকা জরিমান আদায় করা হয়েছে।

এর আগে রাজধানী ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে ২০১৯ সালের ২১ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এ রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত আদেশসহ রুল জারি করেন। এরপর রাজধানীর বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কয়েকদফা নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন জানানো হয়। সেসব আবেদনের শুনানি নিয়ে ঢাকাসহ এর পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ ইটভাটা বন্ধ ও এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।