মার্চ ফর ডেমোক্রেসির ৩৯তম দিনে সাভারে হানিফ বাংলাদেশি

ভোটাধিকারের দাবিতে গণতন্ত্রের অভিযাত্রার ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ৩৯তম দিনে সাভারে পৌঁছেছেন হানিফ বাংলাদেশি। সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ কার্যালয়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তিনি। প্রদক্ষিণকালে তিনি সর্বস্তরের মানুষের কাছে গণস্বাক্ষর সংগ্রহ করেন। এ সময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ করা যায়। আগামীকাল তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও প্রেস ক্লাবসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন বলে জানান।

কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর ধরে সব শাসকদের দ্বারা জনগণের ভোটাধিকার কম বেশি লুণ্ঠিত হয়েছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা সংকুচিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে জনগণের প্রত্যাশা ভোটাধিকার ও কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ। সংবিধান মতে রাষ্ট্রের মালিক জনগণ, আর রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত ভোটাধিকার, যা ৫০ বছর ধরে লুণ্ঠিত হচ্ছে। জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা জনগণের হাতে থাকলে অন্যায় দীর্ঘায়িত হয় না। এখন জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা জনগণের হাতে নেই। এ কারণে দুর্নীতি-দুর্বৃত্তায়ন মাথা চাড়া দিয়ে উঠেছে। এখন কাঙ্ক্ষিত সে ভোটাধিকার, কার্যকর গণতন্ত্রের দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি দেশের প্রতিটি থানা শহর ও জেলা শহরে যাওয়া হবে। আগামী ২৬ শে মার্চ তেঁতুলিয়ায় গিয়ে গণতন্ত্রের অভিযাত্রা সমাপ্ত করা হবে। 

প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালের ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা করেন হানিফ বাংলাদেশি। একই বছর ১৪ মে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পঁচা আপেল নিয়ে প্রতিবাদ করেছেন তিনি। তিনি ২০ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দুর্নীতি বন্ধের জন্য ৬৪ জেলার ডিসিকে স্বারকলিপি দিয়েছেন এবং দুর্নীতিবাজদের উদেশে জেলায় জেলায় লালকার্ড প্রদর্শন করেছেন। ২০২০ সালের ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর প্রতীকী লাশ নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত অভিমুখে পায়ে হেঁটে সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

/এসও/আইএ/