তিন হাজার মণ কাঁচাপাট ২৪ ঘণ্টার মধ্যে বিক্রির নির্দেশ

নিয়মবহির্ভূতভাবে কাঁচাপাট মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পাট অধিদফতর। অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রফতানির ধারা বেগবান করার লক্ষ্যে দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বগুড়ায় প্রায় তিন হাজার মণ পাট পাওয়া যায় যা ২৪ ঘণ্টার মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অভিযান চালানো হয়। এসময় মো. বজলুর রশিদ নান্নুর পাটের গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুত করে রাখা প্রায় তিন হাজার মণ পাট পাওয়া যায়। তিন মাসের অধিক সময় মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য পাট আইন-২০১৭ ও কৃষি বিপনন আইন-২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার গুদামে মজুদ পাট ২৪ ঘণ্টার মধ্যে পাট অধিদফতরের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।

পাট অধিদফতরের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন ও মুখ্য পরিদর্শক মো. সোহেল রানা উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়।